(হাম্বুরাবী আইন : খ্রীষ্টপূর্ব সতের শতকে রচিত হাম্বুরাবি আইনকে পৃথিবীর প্রাচীনতম লিখিত আইন হয়েছে বলে চিহ্নিত করা হয়।
এই আইনে অপরাধের শাস্তি হিসাবে "লেক্স ট্যালিওনিস নীতি" (চোখের বদলে চোখ নীতি) গ্রহণ করা হতো। অর্থাৎ কোন ব্যাক্তি অপর ব্যাক্তির একটি চোখ নষ্ট করলে অপরাধী ব্যাক্তির শাস্তি হিসাবে একটি চোখ নষ্ট করে দেওয়া হবে।)